মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া মাহফিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশে যে সকল সাধারণ ছাত্রজনতা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় বসুন্ধরা শুভসংঘ, মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩আগস্ট) দুপুরে অর্ধশতাধিক এতিম শিশু এবং শুভসংঘের সকল সদস্য ও বন্ধুমহলকে নিয়ে শহরের প্রাণ কেন্দ্র শকুনি লেকের দক্ষিণ পাড়ে অবস্থিত ডেলিসিয়াস রেস্তোরাঁয় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। বিশেষভাবে মাদারীপুরের কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহিদ দীপ্তদে‘এর জন্য প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো: আদনান। উপস্থিত ছিলেন জেলা সদর জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো: আবদুল আজিজ। দোয়া মাহফিল শেষে অর্ধশতাধিক এতিম শিশুসহ উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা শাখার উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মঞ্জুর হোসেন, উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক বেলাল রিজভী, নাগরিক টিভির সাংবাদিক রাকিব হাসানসহ বসুন্ধরা শুভসংঘের বন্ধু রাহাত তালুকদার, নাজমুল, ইমাম ইবনে কামাল, তানজিম স্বর্ণা, ফারিয়া খান ছোঁয়া, জিহাদ হোসেন, আব্দুল মালেক,
দিদার মোল্লা মোঃ ইমন শাহরিয়ার, সিয়াম হাওলাদার, সাজন শরিফ, হিমেল হাওলাদার, নোমান খান, লাবন্য খান, তিন্নি রহমান, মোঃ আঃ রহিম, মিথুন,সাজন কাজী, সাদিকুর, ইশরাত জাহান, মার্জিয়া খানম, স্বর্না আক্তার, স্নিগ্ধ, তাহারাত, সোহাগী আক্তার, শিখা আক্তার, আরিফুল ও সজল।
উলেখ্য, শহিদ দীপ্ত গত ১৮ই জুলাই (বৃহস্পতিবার) পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় শকুনি লেকের পানিতে ঢুবে মত্যুবরণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ দীপ্ত দে মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ, মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবী ভাই-বোনেরা সাধারণ শিক্ষার্থীদের সাথে শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রাফিকের কাজ, দেয়াল লিখন ও বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করে আসছি। আমরাও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখাসহ সুন্দর বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছি।”