পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সাথে কাজ করছে শিক্ষার্থীরা

বৃক্ষ আমায় দিল প্রাণ, বৃক্ষ করে সর্বদান। চলো বৃক্ষকে বাঁচাতে, করি সংগ্ৰাম এই শ্লোগানে আজ বৃহঃস্পতিবার (১৫ আগষ্ট) রাজধানীর মিরপুরে শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তিনদিনব্যাপী কর্মসূচীতে পর্যায়ক্রমে রাস্তার ডিভাইডার ও ফুটপাতের ফাঁকা স্থানে পাঁচশতাধিক বৃক্ষরোপন করা হবে৷ 

এসময় উপস্থিত ছিলেন মেহেজাবিন ইসরাত জিনিয়া, ফৌজিয়া ফায়সাল, সিফাত উল্লাহ তাহসিন, ফারিয়া হাসান আনহা, আদর খান মোঃ জুবায়ের, নাজমুল হাসান, ইশিকা ইসমাইল অরিন, নাফিসা তাসফিয়া নোভা, আফিয়া আনজুম ঐশী, মোঃ ওয়ালী উল্লাহ খান ইউছু্ফজাই, সাদমান ওয়াসি ও তানজীম হোসাইন সহ অর্ধশত শিক্ষার্থী। 

শিক্ষার্থীরা জানায়, নিজেদের প্রাণ রক্ষার্থে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের অধিক পরিমাণে গাছ রোপণ করা প্রয়োজন। তাই আজকে বসুন্ধরা গ্রুপের সহযোগীতায় আমরা সবাই এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি আমাদের এই আয়োজনে আরো অনেক শিক্ষার্থীরা অনুপ্রেরণা পেয়েছে। আমরা সকলকে আহ্বান জানাবো পরিবেশ রক্ষার এই কাজে অংশগ্রহণ করুন।আসুন সবাই মিলে গাছ লাগাই ও পরিবেশ বাঁচাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *