গাজীপুরের কালিয়াকৈরে প্রচন্ড গরমের তাপদাহ নিরসনে চারাগাছ রোপন করেছে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখা।

 

রবিবার(২৬ মে) সকালে  এ বৃক্ষরোপন কর্মসূচী করে  বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির বলেন

একটি দেশের মোট ভুভাগের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমান বনভূমি আমাদের দেশে নেই। সরকারি হিসাবে বনভূমির পরিমান ১৭ ভাগ হলেও বাস্তবে এর পরিমান অনেক কম। তাই সময়ের প্রয়োজনে গাছ লাগানো এখন সামাজিক আন্দোলনে  পরিনত হয়েছে।

পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিন হাসান বলেন,  বর্তমান বৈশ্বিক জলবায়ু  পরিবর্তন সমস্যা মোকাবিলায়  বৃক্ষরোপন অতীব জরুরি। যার ফলে আমাদের এ বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ।

উক্ত কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারন সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাফিজ ফয়সাল রিহাদ,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমম্পাদক ইভান আহমেদ বিপলব,  কার্যকরি সদস্য শনকিম সরকার,  ইয়াছিন দিপু,  আলীরাজ,  নাজমুল হাসান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *