কালীগঞ্জে শুভসংঘের ‘সবুজ বাঁচাই,সবুজে বাঁচি’ কর্মসূচী অনুষ্ঠিত

 

অপরিকল্পিত নগরায়ণের ফলে ক্রমেই গাছপালার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি,অকল্পনীয় হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। পরিবেশ সুরক্ষায় করনীয় সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের নিয়েসবুজ বাঁচাই,সবুজে বাঁচিশিরোনামে  কর্মসূচী পালন করেছে বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখা(গাজীপুর)  ২৩ মে (বৃহস্পতিবার) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মডেল হাইস্কুলে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পালিত হয় এই কর্মসূচী৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক নার্গিস ফারজানা।তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের এই  কর্মসূচী নিঃসন্দেহে প্রশংসনীয়। এই কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণের আগ্রহ পাবে, এবং এভাবেই আগামীর প্রজন্মের হাতেই গড়ে উঠবে আগামীর সবুজ পৃথিবী। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রানা সরকার৷ তিনি বলেন,একটি ছোট বাচ্চাকে যথাযথ আদরযত্নে লালনপালন করলে যেমন আগামীর সমাজ হবে শৃঙ্খল এবং সুন্দর তেমনি একটি ছোট চারাগাছকে রোপণের পর যথাযথ পরিচর্যা করলে আমাদের আগামীর পৃথিবী হবে আরোও সবুজ। তিনি আরোও বলেন, আগামীর পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে বাঁচিয়ে রাখার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে৷ আলোচনা শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়৷ এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিষাণ মন্ডল, সহসভাপতি মো.সাব্বির মোল্লা,সদস্য পায়েল কর। এছাড়াও উপস্থিত ছিলেন  অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ,ইলা রানী সরকার,তারেকুল হাসান,ফেরদৌসী, এমরান হোসেন,জায়েদ মোল্লাহ,সাদিয়া,আফরোজা আক্তার জাহান প্রমূখ৷

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *