মা মাইররা যাওয়ার পর আর কেউ আদর করে একটা আস্ত আম খাইতে দেয় নাই
‘মা মাইররা যাওয়ার পর আর কেউ আদর করে একটা আস্ত আম খাইতে দেয় নাই। একসাথে আম কাঁঠাল খাই না অনেক দিন।’ কথাগুলো বলে চুপ করে নিচু হয়ে গেলেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. সাইদুল। সাইদুলের মতো ৭২ জন হাজিয়া মাদ্রাসার ছাত্ররা…