বগুড়ার শেরপুরে হতদরিদ্র দুই পরিবার পেলেন বসুন্ধরার একমাসের খাদ্য সহায়তা
মজিবর সেখ পেশায় একজন রিকসা চালক। প্রতিদিন শহরে রিকসা চালিয়ে যে টাকা আয় করেন তা দিয়েই সংসার চালান। কিন্তু চলমান ছাত্র আন্দোলনে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে রিকসা নিয়ে বের হলেও চালাতে পারছেন না। ফলে আয়-রোজগার একেবারেই নেই…