দাগনভূঞার ৫০ পরিবার পেল খাদ্য উপহার মাদরাসায় পৌঁছাল ১০০ কেজি চাল
ফেনীতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের বন্যার্ত ৫০ পরিবারের জন্য পাঠানো হয় খাদ্য সামগ্রী। এরমধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও পানি।
একইসময় ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের কাজির দিঘী সোলতানিয়া মাদরাসায় পাঠানো হয় ১০০ কেজি চাল। এদিন কার্যক্রম তদারক করেন লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সভাপতি দ্বীন মোহাম্মদ, ‘শুভসংঘ’ ফেনী জেলা সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ‘কালের কন্ঠ’ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, সেচ্ছাসেবী সংগঠক মিজানুর রহমান সোহেল, শুভ, রোমেল চৌধুরি, মো. ইদ্রিসসহ সদস্যরা।
জেলা সভাপতি বাপ্পি বলেন, আমরা সেপ্টেম্বর মাসেও নানা কার্যক্রম অব্যাহত রাখব। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে আমরা কয়েকটি পরিবারকে ঘর মেরামত করে দেয়াসহ পূণর্বাসন কার্যক্রম শুরু করব।





