বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ত্বক সুরক্ষা সামগ্রী বিতরণ
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতকালীন ত্বক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের হাপুনিয়া গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের (ক্যাম্পাস-৩) শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার উদ্যোগে পেট্রোলিয়াম জেলি প্রদান করা হয়।
ত্বক সুরক্ষা সামগ্রী পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মুখে ‘আনন্দ হাসি’ ফুটে ওঠে। এ সময় প্রথম শ্রেণির শিক্ষার্থী সাউদিয়া বলে, এখন আর শীতে ঠোঁট ফেটে কষ্ট পাব না।
শিক্ষার্থীদের অভিভাকরা বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান, স্কুলের শিক্ষিকা রত্না দেবনাথ, সাদিয়া আফরিনসহ আরজিনা আক্তার, কানিজ জেসমিন, রায়হান সিদ্দিকী, কামরুল হাসান প্রমুখ।