বগুড়া জেলা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়
বগুড়া জেলা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাস সহ শহরের বেশ কয়েকটি জায়গায় গাছ লাগানো হয়।প্রায় ১৫০ টি ফলজ, বনজ ও ওষধি গাছ লাগানো হয়। গাছগুলোর ভেতরে ছিল আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, কড়ই, বাসক, নিম, অর্জুন, মেহগনি, কৃষ্ণচূড়া প্রভৃতি।
এ সময়ে সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মৃদুল হোসেন বলেন জলবায়ুর পরিবর্তনে বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম তিনি বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষরোপন কর্মসূচি কে সাধুবাদ জানান সেইসঙ্গে সকলকে বৃক্ষরোপনের গুরুত্ব বুঝে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
সকলের উদ্দেশ্যে শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন বলেন বসুন্ধরা শুভসংঘ প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এবং আগামীতেও তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে ও আগামী কয়েক দিন ধরে বৃক্ষরোপন কর্মসূচি চলবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, সিয়াম, নিশাত, সম্য, কামরুল, সিফাত সহ অন্যান্য শুভার্থী।

 
		 
			 
			 
			 
			 
			