খাদ্য দিবসে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ
সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে, বগুড়া শহরের রেলওয়ে স্টেশনের বাহিরে কেউ এক বেলা খেয়ে আবার কেউ না খেয়ে ঘুমিয়ে পরার প্রস্তুতি নিচ্ছে। তারা সবাই আশ্রয়হীন ছিন্নমূল মানুষ। ঠিক সে সময় বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সদস্যরা সেখানে হাজির ১৬ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষদের রাতের খাবার দেবাার জন্য। ছিন্নমূল মানুষেরা অবাক চোখে তাকিয়ে দেখলো একদল মানুষ তাদের জন্য খাবার নিয়ে এসেছে। আনন্দে তাদের চোখ চকচক করতে থাকে, রাতের একবেলা খাবার পেয়ে তারা খুব খুশি।
আজ বুধবার (১৬ অক্টোবর) রাতের প্রথম প্রহরে বগুড়া রেলস্টেশনে ৮০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে এক পাহারানো বৃদ্ধ মজনু মিয়া বলেন হামাগেরে খবর কেউ লেয় না, আপনেগেরে কাছ থেকে খাবার প্যায়া হামি অনেক খুশি, আপনেগ্যারে জন্যে হামি আল্লাহর কাছে দোয়া করি। ছোট্ট মর্জিনা বলে ম্যালাদিন পর ভালো খাবার খানু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুভসংঘ এর সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, প্রচার সম্পাদক সরিফুর রশিদ রুমেল, সিয়াম, সৈকত, নাফিজ, আকিব, নাহিদ সহ অন্যান্য শুভার্থী।

 
		


 
			 
			 
			 
			 
			